আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৬৩
অনুচ্ছেদ
১১৬৩. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমি রাসূলুল্লাহ (সা) এর নিকট বসেছিলাম। এ সময় এক মহিলা রাসূলুল্লাহ (সা) এর কাছে এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ! দুইটি সোনার চুড়ি। তিনি বললেন: দু'টি আগুনের চুড়ি। মহিলাটি বললঃ ইয়া রাসূলাল্লাহ! সোনার বেড়ি। তিনি বললেনঃ আগুনের বেড়ি। মহিলাটি বলল: দু'টি সোনার বালা। তিনি বললেন: দু'টি আগুনের বালা। রাবী বলেন: সে একটি সোনার চুরি পরিহিত ছিল। এরপর সে তা হাত থেকে খুলে ফেলে দেয়।
فصل
1163 - وَرُوِيَ أَيْضا عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ كنت قَاعِدا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأَتَتْهُ امْرَأَة فَقَالَت يَا رَسُول الله سِوَارَيْنِ من ذهب قَالَ سِوَارَيْنِ من نَار
قَالَت يَا رَسُول الله طوق من ذهب قَالَ طوق من نَار
قَالَت قرطين من ذهب قَالَ قرطين من نَار قَالَ وَكَانَ عَلَيْهَا سوار من ذهب فرمت بِهِ
قَالَت يَا رَسُول الله طوق من ذهب قَالَ طوق من نَار
قَالَت قرطين من ذهب قَالَ قرطين من نَار قَالَ وَكَانَ عَلَيْهَا سوار من ذهب فرمت بِهِ
