আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৬৪
আল্লাহ-ভীতির সাথে সদকা করার প্রতি অনুপ্রেরণা এবং তাতে সীমালংঘন ও খিয়ানত করার প্রতি ভীতি প্রদর্শন। যে আত্মবিশ্বাসী নয়, তার আমল বর্জন মুস্তাহাব এবং টোল আদায়কারী, উশরের অতিরিক্ত আদায়কারী এবং নেতৃবর্গ সম্পর্কে
১১৬৪. হযরত রাফি' ইবন খাদীজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছিঃ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে যাকাত উসূলকারী তার পরিবার-পরিজনের কাছে প্রত্যাবর্তন না করা পর্যন্ত আল্লাহর পথে জিহাদকারীর ন্যায়।
(আহমদ নিজ শব্দযোগে, আবূ দাউদ, তিরমিযী, ইবন মাজাহ এবং ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। ইমাম তিরমিযী (র) বলেন, এ হাদীসটি হাসান। তাবারানী 'কাবীর' গ্রন্থে হযরত আবদুর রহমান ইবন 'আওফ সূত্রে নিজ শব্দযোগে বর্ণনা করেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন, কোন ব্যক্তিকে যখন যাকাত উসূলকারী নিযুক্ত করা হয়, এরপর সে তার হিস্সা গ্রহণ করে এবং তার উপর প্রদত্ত হক আদায় করে, সে ঘরে না ফেরা পর্যন্ত আল্লাহর পথে জিহাদকারীর ন্যায়।)
التَّرْغِيب فِي الْعَمَل على الصَّدَقَة بالتقوى والترهيب من التَّعَدِّي فِيهَا والخيانة واستحباب ترك الْعَمَل لمن لَا يَثِق بِنَفسِهِ وَمَا جَاءَ فِي المكاسين والعشارين والعرفاء
1164 - عَن رَافع بن خديج رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول الْعَامِل على الصَّدَقَة بِالْحَقِّ لوجه الله تَعَالَى كالغازي فِي سَبِيل الله عز وَجل حَتَّى يرجع إِلَى أَهله

رَوَاهُ أَحْمد وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَابْن مَاجَه وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَقَالَ التِّرْمِذِيّ حَدِيث حسن وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير عَن عبد الرَّحْمَن بن عَوْف وَلَفظه قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْعَامِل إِذا اسْتعْمل فَأخذ الْحق وَأعْطى الْحق لم يزل كالمجاهد فِي سَبِيل الله حَتَّى يرجع إِلَى بَيته
tahqiqতাহকীক:তাহকীক চলমান