আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৬১
অনুচ্ছেদ
১১৬১. হযরত আসমা বিনতে ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে মহিলা গলায় সোনার অলংকার পরিধান করবে, কিয়ামতের দিন তার গলদেশে অনুরূপ আগুনের অলংকার পরিয়ে দেওয়া হবে। আর যে মহিলা তার কানে সোনার বালা পরিধান করবে, কিয়ামতের দিন তার কানে আগুনের বালা পরিয়ে দেওয়া হবে।
(আবূ দাউদ ও নাসাঈ বিশুদ্ধ সনদে এ হাদীসটি বর্ণনা করেন।)
فصل
1161 - وَعَن أَسمَاء بنت يزِيد رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ أَيّمَا امْرَأَة تقلدت قلادة من ذهب قلدت فِي عُنُقهَا مثلهَا من النَّار يَوْم الْقِيَامَة وَأَيّمَا امْرَأَة جعلت فِي أذنها خرصا من ذهب جعل فِي أذنها مثله من النَّار يَوْم الْقِيَامَة

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৬১ | মুসলিম বাংলা