আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৫৯
অনুচ্ছেদ
১১৫৯. মুহাম্মদ ইবন যিয়াদ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু উমামা (রা)-কে প্রশ্ন করতে শুনেছি। তিনি জিজ্ঞেস করেছেন: তরবারির বাটের স্বর্ণ কি কান্যের অন্তর্ভুক্ত? তিনি বললেন: হ্যাঁ, কান্যের অন্তর্ভুক্ত। এক ব্যক্তি বললঃ এ বৃদ্ধ লোকটি আহমক, তার বুদ্ধিমত্তা চলে গেছে। আবু উমামা (রা) বললেনঃ আমি তো কেবল শুনেই তোমাদের কাছে হাদীস বর্ণনা করছি।
(তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাঁর সনদে বাকীয়া ইবন ওয়ালীদ নামে একজন দুর্বল বর্ণনাকারী রয়েছেন।)
فصل
1159 - وَعَن مُحَمَّد بن زِيَاد رَضِي الله عَنهُ قَالَ سَمِعت أَبَا أُمَامَة وَهُوَ يسْأَل عَن حلية السيوف أَمن الْكُنُوز هِيَ قَالَ نعم من الْكُنُوز فَقَالَ رجل هَذَا شيخ أَحمَق قد ذهب عقله فَقَالَ أَبُو أُمَامَة أما إِنِّي مَا أحدثكُم إِلَّا مَا سَمِعت

رَوَاهُ الطَّبَرَانِيّ
وَفِي إِسْنَاده بَقِيَّة بن الْوَلِيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৫৯ | মুসলিম বাংলা