আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৫৮
অধ্যায়ঃ সদকা
অনুচ্ছেদ
১১৫৮. হযরত আসমা বিনতে ইয়াযীদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আমার খালা স্বর্ণের চুড়ি পরে নবী (সা) এর নিকট গেলাম। তিনি বললেন: তোমরা কি এ সবের যাকাত আদায় কর? সে (রাবী) বলল, আমরা বললামঃ না। তিনি বললেন: (যাকাত না দিলে) আল্লাহ তোমাদের আগুনের চুড়ি পরাবেন, এ বিষয়ে কি তোমরা ভয় কর না? ফলে তারা দু'জনে এর যাকাত আদায় করে দিল।
(হাদীসটি আহমদ হাসান সনদে বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات
فصل
1158 - وَعَن أَسمَاء بنت يزِيد رَضِي الله عَنْهَا قَالَت دخلت أَنا وخالتي على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وعلينا أسورة من ذهب فَقَالَ لنا أتعطيان زَكَاته قَالَت فَقُلْنَا لَا فَقَالَ أما تخافان أَن يسوركما الله أسورة من نَار أديا زَكَاته

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান