আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৫৫
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৫৫. মুসলিম শরীফের এক বর্ণনায় আছে যে, তিনি বলেছেন: সম্পদ সঞ্চয়কারীদের সুসংবাদ দাও, গরম লোহা দ্বারা তাদের পিঠে দাগ দেয়ার, যে গরম লোহা তাদের শরীরের পাশ দিয়ে বেরিয়ে আসবে এবং তাদের ঘাড়ের দিকে গরম লোহা দ্বারা এমনভাবে দাগ দেওয়া হবে যে, কপালের দিক দিয়ে তা বেরিয়ে আসবে। বর্ণনাকারী বলেন, এরপর তিনি একটু সরে বসে পড়লেন। সে (বর্ণনাকারী) বলল: আমি জিজ্ঞেস করলাম: এ লোকটি কে? তারা বললঃ আবু যর (রা)। আমি তাঁর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম: কিছুক্ষণ আগে আপনাকে যা বলতে শুনলাম, তা কি? তিনি বললেন: আমি তা-ই বলেছি, যা আমি তাদের নবী থেকে শুনেছি। সে বলল, আমি বললামঃ এ দান সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেনঃ তা গ্রহণ কর। কেননা আজকের দিনে তাতে রয়েছে সাহায্য। তবে তা যদি হয় দ্বীন বিক্রির মূল্য স্বরূপ, তবে তুমি তা বর্জন কর।
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1155 - وَفِي رِوَايَة لمُسلم أَنه قَالَ بشر الكانزين بكي فِي ظُهُورهمْ يخرج من
جنُوبهم وبكي من قبل أقفائهم حَتَّى يخرج من جباههم
قَالَ ثمَّ تنحى فَقعدَ
قَالَ قلت من هَذَا قَالُوا هَذَا أَبُو ذَر
قَالَ فَقُمْت إِلَيْهِ فَقلت مَا شَيْء سَمِعتك تَقول قبيل قَالَ مَا قلت إِلَّا شَيْئا قد سمعته من نَبِيّهم صلى الله عَلَيْهِ وَسلم قَالَ قلت مَا تَقول فِي هَذَا الْعَطاء قَالَ خُذْهُ فَإِن فِيهِ الْيَوْم مَعُونَة فَإِذا كَانَ ثمنا لدينك فَدَعْهُ
الرضف بِفَتْح الرَّاء وَسُكُون الضَّاد الْمُعْجَمَة هُوَ الْحِجَارَة المحماة
والنغض بِضَم النُّون وَسُكُون الْغَيْن الْمُعْجَمَة بعْدهَا ضاد مُعْجمَة وَهُوَ غضروف الْكَتف
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৫৫ | মুসলিম বাংলা