আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৫৩
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৫৩. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি সৎভাবে উপার্জন করে অথচ যাকাত না দেওয়ায় তার পবিত্র সম্পদ অপবিত্র হয়ে যায়, আর যে ব্যক্তি অসৎভাবে উপার্জন করে, যাকাত দানে তা পবিত্র হয় না।
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে মওকুফ সনদে বর্ণিত, অন্য সূত্রে মুনকাতি।)
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে মওকুফ সনদে বর্ণিত, অন্য সূত্রে মুনকাতি।)
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1153 - وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ من كسب طيبا خبثه منع الزَّكَاة وَمن كسب خبيثا لم تطيبه الزَّكَاة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا بِإِسْنَاد مُنْقَطع
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا بِإِسْنَاد مُنْقَطع
