আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৫২
অধ্যায়ঃ সদকা
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৫২. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কোন ব্যক্তি যেন থলের মধ্যে (অতিরিক্ত সম্পদের) দুটি দিরহাম পাশাপাশি এরূপ না রাখে যে, একটি অপরটিকে স্পর্শ করে। অনুরূপ দুটি দীনারও যেন না রাখে। বরং সে তার থলেটিকে প্রশস্ত করে নেবে এবং ঐ দুটোকে পৃথক করে রাখবে।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে মাওকুফ সনদে সহীহ সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الصَّدقَات
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1152 - وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ لَا يكوى رجل بكنز فيمس دِرْهَم درهما وَلَا دِينَارا يُوسع جلده حَتَّى يوضع كل دِينَار وَدِرْهَم على حِدته

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا بِإِسْنَاد صَحِيح