আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৫১
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৫১. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: পাঁচটি গুনাহের কারণে রয়েছে পাঁচটি বিপদ। জিজ্ঞেস করা হলঃ ইয়া রাসূলাল্লাহ। পাঁচটির বিনিময়ে পাঁচটি কি বস্তু? তিনি বললেন: যে জাতি অঙ্গীকার ভঙ্গ করবে, তাদের উপর শত্রু চাপিয়ে দেওয়া হবে। যারা আল্লাহর আইন বিরোধী শাসন কায়েম করবে, তাদের মধ্যে (অকাল) মৃত্যু ব্যাপকভাবে বিস্তার লাভ করবে। যারা যাকাত দানে বিরত থাকবে, তাদের উপর বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। আর ওযনে কম দেয়ায় ফসল হানি হবে এবং দুর্ভিক্ষ চেপে বসবে।
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত হয়েছে। হাদীসটির সনদ হাসানের কাছাকাছি। এর সমর্থনে আরো বর্ণনা রয়েছে।)
(হাদীসটি তাবারানীর 'কাবীর' গ্রন্থে বর্ণিত হয়েছে। হাদীসটির সনদ হাসানের কাছাকাছি। এর সমর্থনে আরো বর্ণনা রয়েছে।)
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1151 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خمس بِخمْس
قيل يَا رَسُول الله مَا خمس بِخمْس قَالَ مَا نقض قوم الْعَهْد إِلَّا سلط عَلَيْهِم عدوهم وَمَا حكمُوا بِغَيْر مَا أنزل الله إِلَّا فَشَا فيهم الْمَوْت وَلَا منعُوا الزَّكَاة إِلَّا حبس عَنْهُم الْقطر وَلَا طَفَّفُوا الْمِكْيَال إِلَّا حبس عَنْهُم النَّبَات وَأخذُوا بِالسِّنِينَ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَسَنَده قريب من الْحسن وَله شَوَاهِد
قيل يَا رَسُول الله مَا خمس بِخمْس قَالَ مَا نقض قوم الْعَهْد إِلَّا سلط عَلَيْهِم عدوهم وَمَا حكمُوا بِغَيْر مَا أنزل الله إِلَّا فَشَا فيهم الْمَوْت وَلَا منعُوا الزَّكَاة إِلَّا حبس عَنْهُم الْقطر وَلَا طَفَّفُوا الْمِكْيَال إِلَّا حبس عَنْهُم النَّبَات وَأخذُوا بِالسِّنِينَ
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَسَنَده قريب من الْحسن وَله شَوَاهِد
