আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৪৯
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৪৯. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: বাহ্যিকভাবে সালাত আদায় করার ব্যাপারে বিধান হওয়ায় যারা তা গ্রহণ করেছে এবং যাকাত আদায়ের ব্যাপারে গোপনীয়তা রক্ষার নির্দেশের পরিপ্রেক্ষিতে যারা তা খেয়ে ফেলেছে, তারাই হল মুনাফিক।
(বাযযার হাদীসটি বর্ণনা করেছেন।)
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1149 - وَرُوِيَ عَن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ظَهرت لَهُم الصَّلَاة فقبلوها وخفيت لَهُم الزَّكَاة فأكلوها أُولَئِكَ هم المُنَافِقُونَ

رَوَاهُ الْبَزَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৪৯ | মুসলিম বাংলা