আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৪৮
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৪৮. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: সদকার সম্পদ অথবা বলেছেন: যাকাতের সম্পদ যে সম্পদের সাথে মিশবে, সে সম্পদকে ধ্বংস করে দেবে।
(বাযযার ও বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন।)
[হাফিয মুনযিরী (র) বলেনঃ] হাদীসটির দুটি অর্থ হতে পারেঃ ১. কোন ব্যক্তি যদি সম্পদের যাকাত আদায় না করে, তবে সে সম্পদ ধ্বংস হয়ে যায়। উল্লিখিত অর্থের সমর্থনে হযরত উমর (রা) বর্ণিত হাদীস বর্ণিত হয়েছে। তা হলঃ ما تلف مال الخ ২.ধনী ব্যক্তি যদি যাকাতের সম্পদ গ্রহণ করে এবং তা তার সম্পদের সাথে মিশিয়ে নেয়, তবে ঐ যাকাতের সম্পদ তা ধ্বংস করে দেবে। আহমদ (র) এ অভিমত ব্যক্ত করেন।
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1148 - وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا خالطت الصَّدَقَة أَو قَالَ الزَّكَاة مَالا إِلَّا أفسدته

رَوَاهُ الْبَزَّار وَالْبَيْهَقِيّ
وَقَالَ الْحَافِظ وَهَذَا الحَدِيث يحْتَمل مَعْنيين أَحدهمَا أَن الصَّدَقَة مَا تركت فِي مَال وَلم تخرج مِنْهُ إِلَّا أهلكته
وَيشْهد لهَذَا حَدِيث عمر الْمُتَقَدّم مَا تلف مَال فِي بر وَلَا بَحر إِلَّا بِحَبْس الزَّكَاة
وَالثَّانِي أَن الرجل يَأْخُذ الزَّكَاة وَهُوَ غَنِي عَنْهَا فَيَضَعهَا مَعَ مَاله فتهلكه
وَبِهَذَا فسره الإِمَام أَحْمد وَالله أعلم
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৪৮ | মুসলিম বাংলা