আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১৪৫
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৪৫. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (সা) এর জন্য চোখের পলকের মত দ্রুত চলে এমন একটি দ্রুতগামী ঘোড়া আনা হল। তিনি এবং জিবরাঈল (আ) তাতে চড়ে এমন এক কওমের কাছে আসেন, যারা দিনে চাষ করছে এবং ঐ দিনেই ফসল কাটছে। তারা ফসল কাটছে, আবার সাথে সাথে তদ্রুপই তা পূর্ববৎ হচ্ছে। তিনি বললেনঃ হে জিবরাঈল। এরা কারা? তিনি বললেন: এরা আল্লাহর পথের মুজাহিদ। তাদের সওয়াব সাতশ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা যা ব্যয় করেছে, তা তাদের জন্য সঞ্চিত হয়েছে। তারপর তিনি এমন এক কওমের কাছে আসলেন, যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছিল। বিরামহীনভাবে নতুন মাথা তৈরি করে তা আবার চূর্ণ করা হচ্ছিল। তিনি বললেনঃ হে জিবরাঈল! এরা কারা? তিনি বললেন: তারা সালাত আদায় করাকে বোঝা মনে করত। এরপর তিনি সামনে ও পেছনে পাট্টি বাধা একদল লোকের কাছে আসলেন। তারা ক্ষুধার্ত প্রাণীর দৌড়ের ন্যায় (জাহান্নামীদের খাদ্য) দারি, যাককুম ও রদফের দিকে দৌড়াবে। তিনি বললেনঃ হে জিবরাঈল! এরা কারা? তিনি বললেন: তারা ঐ সকল লোক, যারা তাদের সম্পদের যাকাত আদায় করত না, আল্লাহ তাদের প্রতি যুলম করবেন না। আল্লাহ বান্দার প্রতি সামান্য যুলমও করেন না। মিরাজের দীর্ঘ বর্ণনায় ও সালাত ফরয হওয়ার বিষয়ে এ হাদীসটি বর্ণিত হয়েছে।
(বাযযার রবী ইবন আনাস থেকে, তিনি আবুল আলীয়া থেকে অথবা অন্য কেউ থেকে হযরত আবু হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেন।)
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1145 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أُتِي بفرس يَجْعَل كل خطْوَة مَعَه أقْصَى بَصَره فَسَار وَسَار مَعَه جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَأتى على قوم يزرعون فِي يَوْم ويحصدون فِي يَوْم كلما حصدوا عَاد كَمَا كَانَ فَقَالَ يَا جِبْرِيل من هَؤُلَاءِ قَالَ هَؤُلَاءِ المجاهدون فِي سَبِيل الله تضَاعف لَهُم الْحَسَنَة بسبعمائة ضعف وَمَا أَنْفقُوا من شَيْء فَهُوَ يخلفه ثمَّ أَتَى على قوم ترضخ رؤوسهم بالصخر كلما رضخت عَادَتْ كَمَا كَانَت وَلَا يفتر عَنْهُم من ذَلِك شَيْء
قَالَ يَا جِبْرِيل من هَؤُلَاءِ قَالَ هَؤُلَاءِ الَّذين تثاقلت رؤوسهم عَن الصَّلَاة ثمَّ أَتَى على قوم على أدبارهم رقاع وعَلى أقبالهم رقاع يسرحون كَمَا تسرح الْأَنْعَام إِلَى الضريع والزقوم ورضف جَهَنَّم
قَالَ مَا هَؤُلَاءِ يَا جِبْرِيل قَالَ هَؤُلَاءِ الَّذين لَا يؤدون صدقَات أَمْوَالهم وَمَا ظلمهم الله وَمَا الله بظلام للعبيد
الحَدِيث بِطُولِهِ فِي قصَّة الْإِسْرَاء وَفرض الصَّلَاة

رَوَاهُ الْبَزَّار عَن الرّبيع بن أنس عَن أبي الْعَالِيَة أَو غَيره عَن أبي هُرَيْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১৪৫ | মুসলিম বাংলা