আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৪৬
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৪৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি উমর ইবন খাত্তাব (রা) সূত্রে নবী (সা) থেকে একটি হাদীস শুনেছি, তবে আমি তাঁর থেকে এ হাদীস শুনিনি অথচ আমি তাঁদের সবার চেয়ে অধিক রাসূলুল্লাহ (সা) এর সাহচর্য লাভ করেছি। উমর (রা) বলেছেন: যাকাত আদায় না করার কারণেই কেবল স্থল ভাগে ও সমুদ্র পথে সম্পদ ধ্বংস হয়।
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত এ হাদীসটি গরীব।)
(তাবারানীর 'আওসাত' গ্রন্থে বর্ণিত এ হাদীসটি গরীব।)
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1146 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت من عمر بن الْخطاب رَضِي الله عَنهُ حَدِيثا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا سمعته مِنْهُ وَكنت أَكْثَرهم لُزُوما لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ عمر قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا تلف مَال فِي بر وَلَا بَحر إِلَّا بِحَبْس الزَّكَاة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَهُوَ حَدِيث غَرِيب
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط وَهُوَ حَدِيث غَرِيب
