আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১৪৪
যাকাত অনাদায়ের প্রতি ভীতি প্রদর্শন ও অলংকারের যাকাত
১১৪৪. হযরত উমারা ইবন হাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: আল্লাহ তা'আলা ইসলামে চারটি বিষয় (ফরয) করেছেন। কাজেই যে ব্যক্তি তিনটিও পালন করবে, তা ততক্ষণ পর্যন্ত কার্যকর হবে না, যতক্ষণ না সবগুলো আদায় করে। আর তা হলঃ ১. সালাত, ২. যাকাত, ৩. রমযানের সিয়াম এবং ৪. বায়তুল্লাহ শরীফ-এর হজ্জ পালন করা।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইবনে লাহীয়া নামে তাঁর সনদে একজন বিতর্কিত রাবী রয়েছেন। না'ঈম ইবন যিয়াদ হাযরামী থেকেও মুরসাল সনদে হাদীসটি বর্ণিত হয়েছে।)
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইবনে লাহীয়া নামে তাঁর সনদে একজন বিতর্কিত রাবী রয়েছেন। না'ঈম ইবন যিয়াদ হাযরামী থেকেও মুরসাল সনদে হাদীসটি বর্ণিত হয়েছে।)
التَّرْهِيب من منع الزَّكَاة وَمَا جَاءَ فِي زَكَاة الْحلِيّ
1144 - وَعَن عمَارَة بن حزم رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَربع فرضهن الله فِي الْإِسْلَام فَمن جَاءَ بِثَلَاث لم يغنين عَنهُ شَيْئا حَتَّى يَأْتِي بِهن جَمِيعًا الصَّلَاة وَالزَّكَاة وَصِيَام رَمَضَان وَحج الْبَيْت
رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده ابْن لَهِيعَة وَرَوَاهُ أَيْضا عَن نعيم بن زِيَاد الْحَضْرَمِيّ مُرْسلا
رَوَاهُ أَحْمد وَفِي إِسْنَاده ابْن لَهِيعَة وَرَوَاهُ أَيْضا عَن نعيم بن زِيَاد الْحَضْرَمِيّ مُرْسلا
