আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১২৫
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২৫. হযরত আমর ইবন মুররা জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা কুযা’আ থেকে এক ব্যক্তি রাসূলুল্লাহ-এর কাছে এসে বলল: আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই এবং আপনি আল্লাহর রাসূল। আমি পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করি, রমযানের সিয়াম ও কিয়াম পালন করি এবং যাকাত আদায় করি। রাসূলুল্লাহ (সা) বললেনঃ যে ব্যক্তি এই কার্যক্রম ও বিশ্বাসের উপর ইনতিকাল করবে, সে সিদ্দীকীন ও শহীদানের অন্তর্ভুক্ত হবে।
(বাযযার হাসান সনদে, ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং ইবন হিব্বান হাদীসটি বর্ণনা করেছেন। সালাত অধ্যায়ে এ শব্দযোগে হাদীসটি স্থান পেয়েছে।)
(বাযযার হাসান সনদে, ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে এবং ইবন হিব্বান হাদীসটি বর্ণনা করেছেন। সালাত অধ্যায়ে এ শব্দযোগে হাদীসটি স্থান পেয়েছে।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1125 - وَعَن عَمْرو بن مرّة الْجُهَنِيّ رَضِي الله عَنهُ قَالَ جَاءَ رجل من قضاعة إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ إِنِّي شهِدت أَن لَا إِلَه إِلَّا الله وَأَنَّك رَسُول الله وَصليت الصَّلَوَات الْخمس وَصمت رَمَضَان وقمته وآتيت الزَّكَاة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من مَاتَ على هَذَا كَانَ من الصديقين وَالشُّهَدَاء
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَابْن حبَان وَتقدم لَفظه فِي الصَّلَاة
رَوَاهُ الْبَزَّار بِإِسْنَاد حسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَابْن حبَان وَتقدم لَفظه فِي الصَّلَاة


বর্ণনাকারী: