আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৮. অধ্যায়ঃ সদকা

হাদীস নং: ১১২৪
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২৪. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। একদা এক বেদুঈন নবী।(সা) এর কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে এমন একটি কাজের সন্ধান দিন, যা আমল করে আমি জান্নাতী হতে পারব। তিনি বললেন: তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কিছু শরীক করবে না, ফরয সালাতসমূহ কায়েম করবে, ফরয যাকাত আদায় করবে, রমযানের সিয়াম পালন করবে। সে (বেদুঈন) বললঃ যাঁর হাতে আমার জীবন, তাঁর শপথ। আমি এর চেয়ে কিছু বেশিও করব না এবং কমও করব না। যখন সে ব্যক্তি চলে যাচ্ছিল, তখন নবী বললেনঃ যে ব্যক্তি জান্নাতী লোক দেখে সন্তুষ্ট হতে চায়, সে যেন এই ব্যক্তিকে দেখে।
(বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1124 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن أَعْرَابِيًا أَتَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله دلَّنِي على عمل إِذا عملته دخلت الْجنَّة قَالَ تعبد الله لَا تشرك بِهِ شَيْئا وتقيم الصَّلَاة الْمَكْتُوبَة وتؤتي الزَّكَاة الْمَفْرُوضَة وتصوم رَمَضَان
قَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ لَا أَزِيد على هَذَا وَلَا أنقص مِنْهُ فَلَمَّا ولى قَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم من سره أَن ينظر إِلَى رجل من أهل الْجنَّة فَلْينْظر إِلَى هَذَا

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১২৪ | মুসলিম বাংলা