আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১২৬
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১২৬. হযরত আবদুল্লাহ ইবন মু'আবিয়া গাযিরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি তিনটি কাজ করেছে, সেই প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ আস্বাদন করেছে। তা হলঃ ১. যে ব্যক্তি এক আল্লাহর ইবাদত করে, ২. প্রতি বছর সন্তুষ্ট চিত্তে প্রয়োজন থাকা সত্ত্বেও সম্পদের যাকাত আদায় করে এবং ৩. যে ব্যক্তি বৃদ্ধ পশু, নিকৃষ্ট, রোগা এবং স্বার্থের বিনিময়ে দান করে না। তবে তোমাদের উচিত হবে উত্তম সম্পদ দান করা। কেননা আল্লাহ তা'আলা তোমাদের কাছে (সর্বোচ্চ বস্তুু) চাননি এবং নিকৃষ্ট বস্তু দিতেও নির্দেশ দেননি।
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1126 - وَعَن عبد الله بن مُعَاوِيَة الغاضري رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث من فعلهن فقد طعم طعم الْإِيمَان من عبد الله وَحده وَعلم أَن لَا إِلَه إِلَّا الله وَأعْطى زَكَاة مَاله طيبَة بهَا نَفسه رافدة عَلَيْهِ كل عَام وَلم يُعْط الهرمة وَلَا الدرنة وَلَا الْمَرِيضَة وَلَا الشَّرْط اللئيمة وَلَكِن من وسط أَمْوَالكُم فَإِن الله لم يسألكم خَيره وَلم يَأْمُركُمْ بشره
رَوَاهُ أَبُو دَاوُد
رَوَاهُ أَبُو دَاوُد
