আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১০৯
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১০৯. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, তামীম গোত্রের এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা) এর কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ! আমার রয়েছে অনেক ধন-সম্পদ, ও পরিবার-পরিজন এবং যথেষ্ট প্রভাব। কাজেই আপনি আমাকে বলুন, আমি তা কী করব এবং কীভাবে তা (আল্লাহর পথে) ব্যয় করব? রাসূলুল্লাহ বললেন: তুমি তোমার সম্পদের যাকাত দেবে। কেননা তা (সম্পদ) পবিত্রকারী এবং তোমাকে পবিত্র করবে। তোমার নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক বহাল রাখবে, মিসকীনদের হক আদায় করবে এবং হক আদায় করবে পাড়া-প্রতিবেশী ও যাঞ্ছাকারীদের। হাদীসের শেষ পর্যন্ত।
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের। রাবীগণ সহীহ পর্যায়ের।)
(আহমদ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের। রাবীগণ সহীহ পর্যায়ের।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1109 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ أَتَى رجل من تَمِيم رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله إِنِّي ذُو مَال كثير وَذُو أهل وَمَال وحاضرة فَأَخْبرنِي كَيفَ أصنع وَكَيف أنْفق فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تخرج الزَّكَاة من مَالك فَإِنَّهَا طهرة تطهرك وَتصل أقرباءك وتعرف حق الْمِسْكِين وَالْجَار والسائل
الحَدِيث
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح
الحَدِيث
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح
