আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৮. অধ্যায়ঃ সদকা
হাদীস নং: ১১১০
অধ্যায় : সাদকাঃ
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
যাকাত আদায়ের অনুপ্রেরণা এবং তা অপরিহার্য হওয়ার গুরুত্ব
১১১০. হযরত আবুদ-দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি ঈমানের সাথে উযূ সহকারে রুকু-সিজদাসহ ওয়াক্তমত পাঁচওয়াক্ত সালাত আদায় করে, রমযানের সিয়াম পালন করে, বায়তুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছার সামর্থ্য সাপেক্ষে হজ্জ পালন করে এবং হৃষ্টচিত্তে যাকাত আদায় করে, সে জান্নাতী। হাদীসের শেষ পর্যন্ত।
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে উত্তম সনদে অত্র হাদীস বর্ণনা করেন। হাদীসটি পূর্বে বর্ণিত হয়েছে।)
(তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে উত্তম সনদে অত্র হাদীস বর্ণনা করেন। হাদীসটি পূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب الصَّدقَات:
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
التَّرْغِيب فِي أَدَاء الزَّكَاة وتأكيد وُجُوبهَا
1110 - وَعَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خمس من جَاءَ بِهن مَعَ إِيمَان دخل الْجنَّة من حَافظ على الصَّلَوَات الْخمس على وضوئهن وركوعهن وسجودهن ومواقيتهن وَصَامَ رَمَضَان وَحج الْبَيْت إِن اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلا وَأعْطى الزَّكَاة طيبَة بهَا نَفسه
الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد وَتقدم
الحَدِيث
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد جيد وَتقدم


বর্ণনাকারী: