আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১১০৩
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর রাতে ও জুমু'আর দিনে সূরা কাহফ পাঠ করা ও অপরাপর যিকর করার প্রতি অনুপ্রেরণা
১১০৩. হযরত ইবন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি জুমু'আর দিন সূরা কাহফ তিলাওয়াত করবে, তার পায়ের নীচ থেকে আসমান পর্যন্ত কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে এবং তার দুই জুমু'আর মধ্যকার অন্তরবর্তীকালীন সময়ের গুনাহ ক্ষমা করা হবে।
(আবূ বকর ইবন মারদূবীয়া তাঁর 'তাফসীরে' ত্রুটিমুক্ত সনদে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবূ বকর ইবন মারদূবীয়া তাঁর 'তাফসীরে' ত্রুটিমুক্ত সনদে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْكَهْف وَمَا يذكر مَعهَا لَيْلَة الْجُمُعَة وَيَوْم الْجُمُعَة
1103 - وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ سُورَة الْكَهْف فِي يَوْم الْجُمُعَة سَطَعَ لَهُ نور من تَحت قدمه إِلَى عنان السَّمَاء يضيء لَهُ يَوْم الْقِيَامَة وَغفر لَهُ مَا بَين الجمعتين
رَوَاهُ أَبُو بكر بن مرْدَوَيْه فِي تَفْسِيره بِإِسْنَاد لَا بَأْس بِهِ
رَوَاهُ أَبُو بكر بن مرْدَوَيْه فِي تَفْسِيره بِإِسْنَاد لَا بَأْس بِهِ