আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১১০৪
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আর রাতে ও জুমু'আর দিনে সূরা কাহফ পাঠ করা ও অপরাপর যিকর করার প্রতি অনুপ্রেরণা
১১০৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি জুমু'আর রাতে সূরা হা-মীম ও আদ-দুখান তিলাওয়াত করবে, তাকে ক্ষমা করা হবে।
অন্য সূত্রে বর্ণিত আছে যে, যে ব্যক্তি রাতে সূরা হা-মীম ও আদ্-দুখান তিলাওয়াত করবে, ভোর পর্যন্ত সত্তর হাজার ফিরিশতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে।
(তিরমিযী ও ইস্পাহানী হাদীসটি বর্ণনা করেছেন। তবে ইস্পাহানী নিম্নোক্ত শব্দযোগে বর্ণনা করেনঃ যে ব্যক্তি রাতে সূরা দুখান দ্বারা সালাত আদায় করবে, তার জন্য সত্তর হাজার ফিরিশতা মাগফিরাত কামনা করবে। তাবারানী ও ইস্পাহানী হযরত আবু উমামা (রা) সূত্রে উভয়ে নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা) বলেছেনঃ যে ব্যক্তি জুমু'আর রাতে বা জুমু'আর দিনে হা-মীম ও আদ্‌-দুখান সূরা তিলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي قِرَاءَة سُورَة الْكَهْف وَمَا يذكر مَعهَا لَيْلَة الْجُمُعَة وَيَوْم الْجُمُعَة
1104 - وَرُوِيَ عَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ حم الدُّخان لَيْلَة الْجُمُعَة غفر لَهُ
وَفِي رِوَايَة من قَرَأَ حم الدُّخان فِي لَيْلَة أصبح يسْتَغْفر لَهُ سَبْعُونَ ألف ملك

رَوَاهُ التِّرْمِذِيّ والأصبهاني وَلَفظه من صلى بِسُورَة الدُّخان فِي لَيْلَة بَات يسْتَغْفر لَهُ سَبْعُونَ ألف ملك
وَرَوَاهُ الطَّبَرَانِيّ والأصبهاني أَيْضا من حَدِيث أبي أُمَامَة وَلَفْظهمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من قَرَأَ حم الدُّخان فِي لَيْلَة الْجُمُعَة أَو يَوْم الْجُمُعَة بنى الله لَهُ بهَا بَيْتا فِي الْجنَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১০৪ | মুসলিম বাংলা