আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১১০১
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
বিনা ওযরে জুমু'আ ত্যাগের প্রতি ভীতি প্রদর্শন
১১০১. মুহাম্মদ ইবন আবদুর রহমান ইবন যুরারা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: আমি উমর (রা)-এর ন্যায় কাউকে ব্যক্তিত্বসম্পন্ন মনে করি না। আমি তাঁকে বলতে শুনেছি: রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি জুমু'আর দিন জুমু'আর সালাতের আযান শুনে সালাতে আসল না, তারপর আবার শুনেও আসল না, পরে আরও একবার শুনেও সালাতে আসল না, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন এবং তার অন্তর মুনাফিকের অন্তরে পরিবর্তন করে দেন।
(বায়হাকী হাদীসটি বর্ণনা করেছেন। তিরমিযী হযরত ইবন আব্বাস (রা) সূত্রে বর্ণিত আছে:
একদা ইবন আব্বাস (রা) এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসিত হন, যে দিনে সিয়াম পালন করে এবং রাতে (নফল) সালাত আদায় করে, অথচ সে জামা'আতে উপস্থিত হয় না এবং জুমু'আর সালাত আদায় করে না। তিনি বললেনঃ সে জাহান্নামী।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من ترك الْجُمُعَة لغير عذر
1101 - وَعَن مُحَمَّد بن عبد الرَّحْمَن بن زُرَارَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت عمر وَلم أر رجلا منا بِهِ شَبِيها قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من سمع النداء يَوْم الْجُمُعَة فَلم يأتها ثمَّ سَمعه فَلم يأتها ثمَّ سَمعه وَلم يأتها طبع الله على قلبه وَجعل قلبه قلب مُنَافِق

رَوَاهُ الْبَيْهَقِيّ
وروى التِّرْمِذِيّ عَن ابْن عَبَّاس أَنه سُئِلَ عَن رجل يَصُوم النَّهَار وَيقوم اللَّيْل وَلَا يشْهد الْجَمَاعَة وَلَا الْجُمُعَة
قَالَ هُوَ فِي النَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১১০১ | মুসলিম বাংলা