আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১১০০
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
বিনা ওযরে জুমু'আ ত্যাগের প্রতি ভীতি প্রদর্শন
১১০০. হযরত হারিসা ইবন নু'মান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: কোন ব্যক্তি যদি একটি উট পালন করে এবং লোকটি জামা'আতে আসে, এরপর উটটি তাকে আসতে বাধা দেয়, তখন সে পরিতাপ করে বলে: যদি আমি আমার উটটির জন্য এর চেয়ে বেশি ঘাসপূর্ণ স্থান পেতাম এবং এই চিন্তায় সে বেরিয়ে পড়ে। আর সে জুমু'আ ব্যতীত কোন সালাতে উপস্থিত না হয়। পরে উট বেড়ে যাওয়ার কারণে সে অধিক ঘাসপূর্ণ মাঠ অনুসন্ধানের লক্ষ্যে বেরিয়ে যায় এবং দূরে চলে যায়, এমন কি সে জুমু'আয়ও উপস্থিত হয় না এবং কোন জামায়াতেও উপস্থিত না হয়, তখন আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন।
(আহমদ গাফারার মুক্ত দাস উমর ইবন আবদুল্লাহ হতে হাদীসটি বর্ণনা করেন। আর উমর তাঁর নিকট বিশ্বস্ত। হযরত আবূ হুরায়রা (রা)-এর একটি হাদীস ইবন মাজাহ ও ইবন খুযায়মা কর্তৃক বর্ণিত হয়েছে। ইবন খুযায়মার গ্রন্থে অনুরূপ অর্থে বর্ণিত হয়েছে।)
(আহমদ গাফারার মুক্ত দাস উমর ইবন আবদুল্লাহ হতে হাদীসটি বর্ণনা করেন। আর উমর তাঁর নিকট বিশ্বস্ত। হযরত আবূ হুরায়রা (রা)-এর একটি হাদীস ইবন মাজাহ ও ইবন খুযায়মা কর্তৃক বর্ণিত হয়েছে। ইবন খুযায়মার গ্রন্থে অনুরূপ অর্থে বর্ণিত হয়েছে।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من ترك الْجُمُعَة لغير عذر
1100 - وَعَن حَارِثَة بن النُّعْمَان رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يتَّخذ أحدكُم السَّائِمَة فَيشْهد الصَّلَاة فِي جمَاعَة فتتعذر عَلَيْهِ سائمته فَيَقُول لَو طلبت لسائمتي مَكَانا هُوَ أكلأ من هَذَا فيتحول وَلَا يشْهد إِلَّا الْجُمُعَة فتتعذر عَلَيْهِ سائمته فَيَقُول لَو طلبت لسائمتي مَكَانا هُوَ أكلأ من هَذَا فيتحول وَلَا يشْهد الْجُمُعَة وَلَا الْجَمَاعَة فيطبع الله على قلبه
رَوَاهُ أَحْمد من رِوَايَة عمر بن عبد الله مولى غفرة وَهُوَ ثِقَة عِنْده وَتقدم حَدِيث أبي هُرَيْرَة عِنْد ابْن مَاجَه وَابْن خُزَيْمَة بِمَعْنَاهُ
رَوَاهُ أَحْمد من رِوَايَة عمر بن عبد الله مولى غفرة وَهُوَ ثِقَة عِنْده وَتقدم حَدِيث أبي هُرَيْرَة عِنْد ابْن مَاجَه وَابْن خُزَيْمَة بِمَعْنَاهُ