আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৯৯
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
বিনা ওযরে জুমু'আ ত্যাগের প্রতি ভীতি প্রদর্শন
১০৯৯. হযরত ইবন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি পরপর তিন জুমু'আ পরিত্যাগ করল, সে ইসলামকে মুষ্ঠিবদ্ধ করে পেছনে নিক্ষেপ করল।
(আবু ইয়ালা সহীহ সনদে হাদীসটি মাওকূফ বর্ণনা করেন।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من ترك الْجُمُعَة لغير عذر
1099 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ من ترك الْجُمُعَة ثَلَاث جمع مُتَوَالِيَات فقد نبذ الْإِسْلَام وَرَاء ظَهره

رَوَاهُ أَبُو يعلى مَوْقُوفا بِإِسْنَاد صَحِيح
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৯৯ | মুসলিম বাংলা