আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৯৮
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
বিনা ওযরে জুমু'আ ত্যাগের প্রতি ভীতি প্রদর্শন
১০৯৮. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ (সা) আমাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার এক পর্যায়ে বললেন: হে মানব মণ্ডলী! মৃত্যুর পূর্বেই তোমরা আল্লাহর কাছে তওবা করে নাও। কাজে ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বেই তাড়াতাড়ি করে সৎকাজ কর। তোমাদের পরস্পরের মধ্যে তোমাদের প্রতিপালক কর্তৃক সম্পর্কের কথা স্মরণ করে সদকা কর। তোমাদের রিযক দেওয়া হবে, সদকা করা হবে, সাহায্য করা হবে এবং ক্ষতিপূরণ দেওয়া হবে। তোমরা জেনে রাখ, এই স্থানে, এই দিনে, এই মাসে, এই বছরে আল্লাহ তা'আলা কিয়ামতের দিন পর্যন্ত তোমাদের উপর জুমু'আর সালাত ফরযরূপে নির্ধারণ করে দিয়েছেন। কাজেই যে ব্যক্তি আমার জীবদ্দশায় তা পরিত্যাগ করবে অথবা আমার তিরোধানের পরে নিষ্ঠাবান শাসক থাকা সত্ত্বেও জুমু'আ পরিত্যাগ করবে অথবা স্বৈরাচারী শাসক থাকায় সালাত অস্বীকার করে বসবে, আল্লাহ তার কোন কাজ সুচারুরূপে সম্পন্ন করাবেন না এবং তার কোন কাজে বরকত দেবেন না। সাবধান! তার সালাত নেই। সাবধান! তার যাকাত নেই। সাবধান। তার হজ্জ নেই। সাবধান! তার সিয়াম নেই। সাবধান! তার কোন নেককাজ নেই, যতক্ষণ সে তাওবা না করে। কেননা যে ব্যক্তি তাওবা করবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন।
(হাদীসটি ইবন মাজাহ বর্ণিত এবং তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে হযরত আবু সাঈদ (রা) সূত্রে সংক্ষেপে এ হাদীসটি বর্ণনা করেন।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من ترك الْجُمُعَة لغير عذر
1098 - وَرُوِيَ عَن جَابر رَضِي الله عَنهُ أَيْضا قَالَ خَطَبنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا أَيهَا النَّاس تُوبُوا إِلَى الله قبل أَن تَمُوتُوا وَبَادرُوا بِالْأَعْمَالِ الصَّالِحَة قبل أَن تشْغَلُوا وصلوا الَّذِي بَيْنكُم وَبَين ربكُم بِكَثْرَة ذكركُمْ لَهُ وَكَثْرَة الصَّدَقَة فِي السِّرّ وَالْعَلَانِيَة تُرْزَقُوا وَتنصرُوا وَتجبرُوا وَاعْلَمُوا أَن الله افْترض عَلَيْكُم الْجُمُعَة فِي مقَامي هَذَا فِي يومي هَذَا فِي شَهْري هَذَا من عَامي هَذَا إِلَى يَوْم الْقِيَامَة فَمن تَركهَا فِي حَياتِي أَو بعدِي وَله إِمَام عَادل أَو جَائِر اسْتِخْفَافًا بهَا وجحودا بهَا فَلَا جمع الله لَهُ شَمله وَلَا بَارك لَهُ فِي أمره أَلا وَلَا صَلَاة لَهُ أَلا وَلَا زَكَاة لَهُ أَلا وَلَا حج لَهُ أَلا وَلَا صَوْم لَهُ أَلا وَلَا بر لَهُ حَتَّى يَتُوب فَمن تَابَ تَابَ الله عَلَيْهِ

رَوَاهُ ابْن مَاجَه وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط من حَدِيث أبي سعيد الْخُدْرِيّ أخصر مِنْهُ
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৯৮ | মুসলিম বাংলা