আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৯৭
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
বিনা ওযরে জুমু'আ ত্যাগের প্রতি ভীতি প্রদর্শন
১০৯৭. হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা রাসূলুল্লাহ (সা) জুমু'আর দিন খুতবাদানের জন্য দাঁড়ালেন। এরপর তিনি বললেন: অচিরেই এমন সময় আসবে যে, কোন ব্যক্তি মদীনা থেকে মাত্র এক মাইল দূরে থাকবে, অথচ সে জুমু'আর সালাতে উপস্থিত হবে না। এরপর তিনি দ্বিতীয়বার বললেন : অচিরেই এমন সময় আসবে যে, কোন ব্যক্তি মদীনা থেকে মাত্র দুই মাইল দূরে থাকবে অথচ জুমু'আয় উপস্থিত হবে না। এরপর তিনি তৃতীয়বারে বললেন: অচিরেই এমন সময় আসবে যে, লোকেরা মদীনা থেকে তিন মাইল দূরে থাকবে, অথচ তারা জুমু'আয় উপস্থিত হবে না। ফলে আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেবেন।
(আবূ ইয়ালা সাধারণ সনদে এ হাদীসটি বর্ণনা করেন। ইবন মাজাহ তাঁর থেকে উত্তম সনদে মারফু সূত্রে বর্ণনা করেন: “যে ব্যক্তি তিন জুমু'আ বিনা ওযরে পরিত্যাগ করবে, আল্লাহর তার অন্তরে মোহর মেরে দেবেন।")
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من ترك الْجُمُعَة لغير عذر
1097 - وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ قَامَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خَطِيبًا يَوْم الْجُمُعَة فَقَالَ عَسى رجل تحضره الْجُمُعَة وَهُوَ على قدر ميل من الْمَدِينَة فَلَا يحضر الْجُمُعَة ثمَّ قَالَ فِي الثَّانِيَة عَسى رجل تحضره الْجُمُعَة وَهُوَ على قدر ميلين من الْمَدِينَة فَلَا يحضرها وَقَالَ فِي الثَّالِثَة عَسى يكون على قدر ثَلَاثَة أَمْيَال من الْمَدِينَة فَلَا يحضر الْجُمُعَة ويطبع الله على قلبه

رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد لين
وروى ابْن مَاجَه عَنهُ بِإِسْنَاد جيد مَرْفُوعا من ترك الْجُمُعَة ثَلَاثًا من غير ضَرُورَة طبع الله على قلبه
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৯৭ | মুসলিম বাংলা