আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৯৬
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
বিনা ওযরে জুমু'আ ত্যাগের প্রতি ভীতি প্রদর্শন
১০৯৬. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: সাবধান! সম্ভবত তোমাদের কেউ এক বা দুই মাইল দূরে বকরীর ঘর বানাল এবং ঘাস যোগাড় করতে গিয়ে সে মসজিদে আসতে অপারগ হল, সে যেন তার ঘর সরিয়ে নেয় এবং মসজিদে আসে। (সাবধান) যদি সে মসজিদে না আসে এবং জুমু'আয় না আসে। আর পরবর্তী জুমু'আ আসলেও সে সেই জুমু'আর উপস্থিত না হয়, তাহলে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেবেন।
(ইবন মাজাহ হাসান সনদে ও ইবন খুযায়মা 'সহীহ' গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেন। )
[الصبة] ঐ স্থানকে বলে, যেখানে বিশ থেকে ত্রিশটি পর্যন্ত ঘোড়া অথবা উট অথবা বকরীর আস্তাবল বানান হয়। কারো কারো মতে দশ থেকে চল্লিশটি পর্যন্ত।
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من ترك الْجُمُعَة لغير عذر
1096 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا هَل عَسى أحدكُم أَن يتَّخذ الصبة من الْغنم على رَأس ميل أَو ميلين فيتعذر عَلَيْهِ الْكلأ فيرتفع ثمَّ تَجِيء الْجُمُعَة
فَلَا يَجِيء وَلَا يشهدها وتجيء الْجُمُعَة فَلَا يشهدها حَتَّى يطبع على قلبه

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن وَابْن خُزَيْمَة فِي صَحِيحه
الصبة بِضَم الصَّاد الْمُهْملَة وَتَشْديد الْبَاء الْمُوَحدَة هِيَ السّريَّة إِمَّا من الْخَيل أَو الْإِبِل أَو الْغنم
مَا بَين الْعشْرين إِلَى الثَّلَاثِينَ تُضَاف إِلَى مَا كَانَت مِنْهُ وَقيل هِيَ مَا بَين الْعشْرَة إِلَى الْأَرْبَعين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৯৬ | মুসলিম বাংলা