আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৯৫
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
বিনা ওযরে জুমু'আ ত্যাগের প্রতি ভীতি প্রদর্শন
১০৯৫. হযরত কা'ব ইবন মালিক (রা) থেকে রাসূলুল্লাহ (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেন: যারা জুমু'আর দিন আযান শুনেও সালাতে আসে না, আল্লাহ অবশ্যই তাদের অন্তরে মোহর মেরে দেবেন। এরপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে হাসান সনদে এ হাদীস বর্ণনা করেছেন।)
(তাবারানী 'কাবীর' গ্রন্থে হাসান সনদে এ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من ترك الْجُمُعَة لغير عذر
1095 - وَعَن كَعْب بن مَالك رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لينتهين أَقوام يسمعُونَ النداء يَوْم الْجُمُعَة ثمَّ لَا يأتونها أَو ليطبعن الله على قُلُوبهم ثمَّ لَيَكُونن من الغافلين
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير بِإِسْنَاد حسن