আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৯৪
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
বিনা ওযরে জুমু'আ ত্যাগের প্রতি ভীতি প্রদর্শন
১০৯৪. হযরত উসামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি বিনা ওযরে তিন
জুমু'আ বর্জন করবে, আল্লাহ তাকে মুনাফিকের অন্তর্ভুক্ত করবেন।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে জাবির জুফী সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সমর্থনে অনেক বর্ণনা রয়েছে।)
জুমু'আ বর্জন করবে, আল্লাহ তাকে মুনাফিকের অন্তর্ভুক্ত করবেন।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে জাবির জুফী সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন। এ হাদীসের সমর্থনে অনেক বর্ণনা রয়েছে।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من ترك الْجُمُعَة لغير عذر
1094 - وَعَن أُسَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من ترك ثَلَاث جمعات من غير عذر كتب من الْمُنَافِقين
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة جَابر الْجعْفِيّ وَله شَوَاهِد
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير من رِوَايَة جَابر الْجعْفِيّ وَله شَوَاهِد