আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৯৩
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
বিনা ওযরে জুমু'আ ত্যাগের প্রতি ভীতি প্রদর্শন
১০৯৩. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি বিনা ওযরে তিন জুমু'আ পরিত্যাগ করবে, আল্লাহ তার অন্তরের উপর মোহর মেরে দেবেন।
(আহমদ হাসান সনদে এবং হাকিম হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন: এ হাদীস সহীহ সনদে বর্ণিত।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من ترك الْجُمُعَة لغير عذر
1093 - وَعَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من ترك الْجُمُعَة ثَلَاث مَرَّات من غير ضَرُورَة طبع الله على قلبه

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد حسن وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ১০৯৩ | মুসলিম বাংলা