আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৯১
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
বিনা ওযরে জুমু'আ ত্যাগের প্রতি ভীতি প্রদর্শন
১০৯১. হযরত আবূ হুরায়রা (রা) ও ইবন উমর (রা) থেকে বর্ণিত। তাঁরা উভয়ে রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছেন, তিনি মিম্বারের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছেন: লোকেরা অবশ্যই জুমু'আর সালাত ত্যাগ করা থেকে বিরত হবে, নতুবা আল্লাহ তা'আলা তাদের অন্তরের উপর মোহরাংকিত করে দেবেন। এরপর তারা গাফিলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
(মুসলিম, ইবন মাজাহ ও অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
[ودعهم الْجُمُعَات] অর্থ জুমু'আর সালাত বর্জন করা। ইবন খুযায়মা تَركهم শব্দযোগে আবূ হুরায়রা ও আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণনা করেছেন।
(মুসলিম, ইবন মাজাহ ও অপরাপর হাদীস গ্রন্থে হাদীসটি বর্ণিত হয়েছে।)
[ودعهم الْجُمُعَات] অর্থ জুমু'আর সালাত বর্জন করা। ইবন খুযায়মা تَركهم শব্দযোগে আবূ হুরায়রা ও আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণনা করেছেন।
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من ترك الْجُمُعَة لغير عذر
1091 - وَعَن أبي هُرَيْرَة وَابْن عمر رَضِي الله عَنْهُم أَنَّهُمَا سمعا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول على أَعْوَاد منبره لينتهين أَقوام عَن ودعهم الْجُمُعَات أَو ليختمن الله على قُلُوبهم ثمَّ لَيَكُونن من الغافلين
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه وَغَيرهمَا
قَوْله ودعهم الْجُمُعَات هُوَ بِفَتْح الْوَاو وَسُكُون الدَّال أَي تَركهم الْجُمُعَات
وَرَوَاهُ ابْن خُزَيْمَة بِلَفْظ تَركهم من حَدِيث أبي هُرَيْرَة وَأبي سعيد الْخُدْرِيّ
رَوَاهُ مُسلم وَابْن مَاجَه وَغَيرهمَا
قَوْله ودعهم الْجُمُعَات هُوَ بِفَتْح الْوَاو وَسُكُون الدَّال أَي تَركهم الْجُمُعَات
وَرَوَاهُ ابْن خُزَيْمَة بِلَفْظ تَركهم من حَدِيث أبي هُرَيْرَة وَأبي سعيد الْخُدْرِيّ