আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৯০
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
বিনা ওযরে জুমু'আ ত্যাগের প্রতি ভীতি প্রদর্শন
১০৯০. হযরত ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। নবী (সা) একদল লোক সম্পর্কে বলেছেন: যারা জুমু'আর সালাত থেকে পেছনে সরে থাকে, আমি তাদের ব্যাপারে সংকল্প করেছি যে, আমি কাউকে আমার স্থলে লোকদের ইমামতির নির্দেশ দিব, আর যারা জুমু'আর সালাত আদায় করতে আসেনি, তাদের ঘরসমূহ জ্বালিয়ে দিব।
মুসলিম, হাকিম, সহীহায়নের শর্তানুযায়ী নিজ সনদে হাদীসটি বর্ণনা করেন। হযরত আবূ সা'ঈদ (রা) সূত্রে আগে হাম্মাম অনুচ্ছেদে বর্ণিত হয়েছে:
“যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী, সে যেন দ্রুত জুমু'আর সালাত আদায় করতে আসে। পক্ষান্তরে, যে ব্যক্তি খেল-তামাশা অথবা ব্যবসা-বাণিজ্যকে অগ্রাধিকার দেয়, আল্লাহ তার মুখাপেক্ষী নন। আল্লাহ ধনবান ও প্রশংসার্হ।
তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।
মুসলিম, হাকিম, সহীহায়নের শর্তানুযায়ী নিজ সনদে হাদীসটি বর্ণনা করেন। হযরত আবূ সা'ঈদ (রা) সূত্রে আগে হাম্মাম অনুচ্ছেদে বর্ণিত হয়েছে:
“যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী, সে যেন দ্রুত জুমু'আর সালাত আদায় করতে আসে। পক্ষান্তরে, যে ব্যক্তি খেল-তামাশা অথবা ব্যবসা-বাণিজ্যকে অগ্রাধিকার দেয়, আল্লাহ তার মুখাপেক্ষী নন। আল্লাহ ধনবান ও প্রশংসার্হ।
তাবারানী হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من ترك الْجُمُعَة لغير عذر
1090 - عَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لقوم يتخلفون عَن الْجُمُعَة لقد هَمَمْت أَن آمُر رجلا يُصَلِّي بِالنَّاسِ ثمَّ أحرق على رجال يتخلفون عَن الْجُمُعَة بُيُوتهم
رَوَاهُ مُسلم وَالْحَاكِم بِإِسْنَاد على شَرطهمَا وَتقدم فِي بَاب الْحمام حَدِيث أبي سعيد وَفِيه وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فليسع إِلَى الْجُمُعَة وَمن اسْتغنى عَنْهَا بلهو أَو تِجَارَة اسْتغنى الله عَنهُ وَالله غَنِي حميد
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ مُسلم وَالْحَاكِم بِإِسْنَاد على شَرطهمَا وَتقدم فِي بَاب الْحمام حَدِيث أبي سعيد وَفِيه وَمن كَانَ يُؤمن بِاللَّه وَالْيَوْم الآخر فليسع إِلَى الْجُمُعَة وَمن اسْتغنى عَنْهَا بلهو أَو تِجَارَة اسْتغنى الله عَنهُ وَالله غَنِي حميد
رَوَاهُ الطَّبَرَانِيّ