আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৮৮
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
ইমামের খুতবাদানকালে বাক্যালাপ করার প্রতি ভীতি প্রদর্শন এবং নীরবতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
১০৮৮. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন: যে ব্যক্তি জুমু'আর
দিন গোসল করে তার স্ত্রী থেকে সুগন্ধি লাগাল এবং উত্তম পোশাক পরিধান করল, এরপর কারো ঘাড় টপকিয়ে সামনে গেল না এবং খুতবার সময় অনর্থক কথা বলল না, তার জন্য এ এক জুমু'আ থেকে আর এক জুমু'আ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের গুনাহের কাফ্ফারা। আর যদি সে অনর্থক কাজ করে এবং মানুষের ঘাড় টপকিয়ে সামনে যায়, তবে তার যোহরের সালাত আদায় করা উচিত।
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে আমর ইবন শু'আয়ব থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণনা করেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে পূর্বের অধ্যায়ে হযরত আবু হুরায়রা (রা) সূত্রেও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
দিন গোসল করে তার স্ত্রী থেকে সুগন্ধি লাগাল এবং উত্তম পোশাক পরিধান করল, এরপর কারো ঘাড় টপকিয়ে সামনে গেল না এবং খুতবার সময় অনর্থক কথা বলল না, তার জন্য এ এক জুমু'আ থেকে আর এক জুমু'আ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের গুনাহের কাফ্ফারা। আর যদি সে অনর্থক কাজ করে এবং মানুষের ঘাড় টপকিয়ে সামনে যায়, তবে তার যোহরের সালাত আদায় করা উচিত।
(আবূ দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে আমর ইবন শু'আয়ব থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে হযরত আবদুল্লাহ ইবন আমর (রা) থেকে বর্ণনা করেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে পূর্বের অধ্যায়ে হযরত আবু হুরায়রা (রা) সূত্রেও অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من الْكَلَام وَالْإِمَام يخْطب وَالتَّرْغِيب فِي الْإِنْصَات
1088 - وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من اغْتسل يَوْم الْجُمُعَة وَمَسّ من طيب امْرَأَته إِن كَانَ لَهَا وَلبس من صَالح ثِيَابه ثمَّ لم
يتخط رِقَاب النَّاس وَلم يلغ عِنْد الموعظة كَانَ كَفَّارَة لما بَينهمَا وَمن لَغَا وتخطى رِقَاب النَّاس كَانَت لَهُ ظهرا
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه من رِوَايَة عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن عبد الله بن عَمْرو وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه من حَدِيث أبي هُرَيْرَة بِنَحْوِهِ وَتقدم
يتخط رِقَاب النَّاس وَلم يلغ عِنْد الموعظة كَانَ كَفَّارَة لما بَينهمَا وَمن لَغَا وتخطى رِقَاب النَّاس كَانَت لَهُ ظهرا
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن خُزَيْمَة فِي صَحِيحه من رِوَايَة عَمْرو بن شُعَيْب عَن أَبِيه عَن عبد الله بن عَمْرو وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه من حَدِيث أبي هُرَيْرَة بِنَحْوِهِ وَتقدم