আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৮৭
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
ইমামের খুতবাদানকালে বাক্যালাপ করার প্রতি ভীতি প্রদর্শন এবং নীরবতা অবলম্বনের প্রতি অনুপ্রেরণা
১০৮৭. হযরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ইমাম যখন খুতবা দিতে বের হন, তখন তোমার সাথীকে "চুপ কর" বলা অনর্থক কথা হওয়ার জন্য যথেষ্ট।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে সহীহ সনদে হাদীসটি মাওকূফ বর্ণনা করেছেন। তবে এর আগে আলী (রা) সূত্রে মারফু রিওয়ায়াতে বর্ণিত হয়েছে: জুমু'আর সময় যে ব্যক্তি (খুতবাদানের সময়) তার সাথীকে বলবে 'চুপ কর', সে অনর্থক কথা বলল। কাজেই যে ব্যক্তি অনর্থক কথা বলেছে, তার জন্য জুমু'আ (জুমু'আর ফযীলত) নেই।
(তাবারানী 'কাবীর' গ্রন্থে সহীহ সনদে হাদীসটি মাওকূফ বর্ণনা করেছেন। তবে এর আগে আলী (রা) সূত্রে মারফু রিওয়ায়াতে বর্ণিত হয়েছে: জুমু'আর সময় যে ব্যক্তি (খুতবাদানের সময়) তার সাথীকে বলবে 'চুপ কর', সে অনর্থক কথা বলল। কাজেই যে ব্যক্তি অনর্থক কথা বলেছে, তার জন্য জুমু'আ (জুমু'আর ফযীলত) নেই।
كتاب الْجُمُعَة
التَّرْهِيب من الْكَلَام وَالْإِمَام يخْطب وَالتَّرْغِيب فِي الْإِنْصَات
1087 - وَعَن عبد الله بن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ كفى لَغوا أَن تَقول لصاحبك أنصت إِذا خرج الإِمَام فِي الْجُمُعَة
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا بِإِسْنَاد صَحِيح وَتقدم فِي حَدِيث عَليّ الْمَرْفُوع
وَمن قَالَ يَوْم الْجُمُعَة لصَاحبه أنصت فقد لَغَا وَمن لَغَا فَلَيْسَ لَهُ فِي جمعته تِلْكَ شَيْء
رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير مَوْقُوفا بِإِسْنَاد صَحِيح وَتقدم فِي حَدِيث عَليّ الْمَرْفُوع
وَمن قَالَ يَوْم الْجُمُعَة لصَاحبه أنصت فقد لَغَا وَمن لَغَا فَلَيْسَ لَهُ فِي جمعته تِلْكَ شَيْء