আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৬৯
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
সকাল সকাল (যথাসময়ে) জুমু‘আর সালাতে উপস্থিত হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি বিনা ওযরে বিলম্বে আসে তার বর্ণনা
১০৬৯. আহমদ-এর বর্ণনায় আছে যে, আমি রাসূলুল্লাহ (সা) কে বলতে শুনেছি: ফিরিশতাগণ (জুমু'আর দিন) মসজিদের প্রত্যেক দরজায় অবস্থান নেন এবং তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ব্যক্তির নাম লেখেন। আর
যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হন, তখন দস্তাবেজ তুলে রাখা হয়।
এ হাদীসের রাবীগণ বিশ্বস্ত।
যখন ইমাম খুতবা দেওয়ার জন্য বের হন, তখন দস্তাবেজ তুলে রাখা হয়।
এ হাদীসের রাবীগণ বিশ্বস্ত।
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي التبكير إِلَى الْجُمُعَة وَمَا جَاءَ فِيمَن يتَأَخَّر عَن التبكير من غير عذر
1069 - وَفِي رِوَايَة لاحمد رَضِي الله عَنهُ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول تقعد الْمَلَائِكَة على أَبْوَاب الْمَسَاجِد فيكتبون الأول وَالثَّانِي وَالثَّالِث حَتَّى إِذا خرج الإِمَام رفعت الصُّحُف
ورواة هَذَا ثِقَات
ورواة هَذَا ثِقَات