আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৬৮
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
সকাল সকাল (যথাসময়ে) জুমু‘আর সালাতে উপস্থিত হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি বিনা ওযরে বিলম্বে আসে তার বর্ণনা
১০৬৮. হযরত আবু উমামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: জুমু'আর দিন ফিরিশতাগণ মসজিদের সকল দরজায় লোকদের কে আগে আসে এবং কে পরে আসে, তা লেখার জন্য অবস্থান নেন। ইমাম যখন (খুতবাদানের জন্য) বের হন, তখন দস্তাবেজ ভাঁজ করে নেয়া হয়। আমি বললাম: হে আবু উমামা। যে ব্যক্তি ইমামের খুতবাদানের জন্য বের হওয়ার পরে আসে, তার কি জুমু'আ আদায় হয় না? তিনি বললেনঃ হ্যাঁ, তবে তাদের নাম দস্তাবেজে নিবন্ধিত করা হয় না।
(আহমদ এবং তাবারানী তাঁর 'কাবীর' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। তবে তাঁর সনদে মুবারক ইবন ফুযালা নামে একজন রাবী রয়েছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي التبكير إِلَى الْجُمُعَة وَمَا جَاءَ فِيمَن يتَأَخَّر عَن التبكير من غير عذر
1068 - وَعَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم تقعد الْمَلَائِكَة يَوْم الْجُمُعَة على أَبْوَاب الْمَسَاجِد مَعَهم الصُّحُف يَكْتُبُونَ النَّاس فَإِذا خرج الإِمَام طويت الصُّحُف قلت يَا أَبَا أُمَامَة لَيْسَ لمن جَاءَ بعد خُرُوج الإِمَام جُمُعَة قَالَ بلَى وَلَكِن لَيْسَ مِمَّن يكْتب فِي الصُّحُف

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَفِي إِسْنَاده مبارك بن فضَالة
tahqiqতাহকীক:তাহকীক চলমান