আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৬৭
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
সকাল সকাল (যথাসময়ে) জুমু‘আর সালাতে উপস্থিত হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি বিনা ওযরে বিলম্বে আসে তার বর্ণনা
১০৬৭. হযরত সামুরা ইবন জুন্দুব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) জুমু'আর দিনে সকাল সকাল (যথাসময়ে) জুমু'আ আদায় করাকে গরু, তারপর বকরী, এমন কি মুরগী দানের সওয়াবের সাথে উপমা দিয়েছেন।
(ইবন মাজাহ হাসান সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي التبكير إِلَى الْجُمُعَة وَمَا جَاءَ فِيمَن يتَأَخَّر عَن التبكير من غير عذر
1067 - وَعَن سَمُرَة بن جُنْدُب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ضرب مثل يَوْم الْجُمُعَة ثمَّ التبكير كَأَجر الْبَقَرَة كَأَجر الشَّاة حَتَّى ذكر الدَّجَاجَة

رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান