আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৬৬
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
সকাল সকাল (যথাসময়ে) জুমু‘আর সালাতে উপস্থিত হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি বিনা ওযরে বিলম্বে আসে তার বর্ণনা
১০৬৬. তাঁর সূত্রে আরো একটি বর্ণনা রয়েছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন: জুমু'আর জন্য যথাসময়ে আগমনকারীর উপমা উট (কুরবানীর জন্য) প্রেরণকারীর ন্যায়, এরপরে যে আসবে, তার উপমা গরু প্রেরণকারীর ন্যায় এবং এরপর আগমনকারীর উপমা পাখি প্রেরণকারীর ন্যায়।
আর অন্য এক সূত্রে বর্ণিত হয়েছে যে, মসজিদের প্রত্যেক দরজায় জুমু'আর দিন দুইজন করে ফিরিশতাগণ লেখেন কে প্রথম এলো, তারপর কে এলো। প্রথম আগমনকারীর উপমা (কুরবানীর জন্য) উট প্রেরণকারীর ন্যায়, তার পরে ব্যক্তির উপমা গরু প্রেরণকারীর ন্যায়, এরপরের আগমনকারীর উপমা বকরী প্রেরণকারীর ন্যায়। এরপর আগমনকারীর উপমা পাখি প্রেরণকারীর ন্যায়, তারপর আগমনকারীর উপমা ডিম প্রেরণকারীর ন্যায়। ইমাম যখন খুতবার জন্য বসেন, তখন দফতরগুলো ভাঁজ করে নেয়া হয়।
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي التبكير إِلَى الْجُمُعَة وَمَا جَاءَ فِيمَن يتَأَخَّر عَن التبكير من غير عذر
1066 - وَفِي رِوَايَة لَهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ المستعجل إِلَى الْجُمُعَة كالمهدي بَدَنَة وَالَّذِي يَلِيهِ كالمهدي بقرة وَالَّذِي يَلِيهِ كالمهدي شَاة وَالَّذِي يَلِيهِ كالمهدي طيرا
وَفِي أُخْرَى لَهُ قَالَ على كل بَاب من أَبْوَاب الْمَسَاجِد يَوْم الْجُمُعَة ملكان يكتبان الأول فَالْأول كَرجل قدم بَدَنَة وكرجل قدم بقرة وكرجل قدم شَاة وكرجل قدم طيرا وكرجل قدم بَيْضَة فَإِذا قعد الإِمَام طويت الصُّحُف
tahqiqতাহকীক:তাহকীক চলমান