আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৬৫
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
সকাল সকাল (যথাসময়ে) জুমু‘আর সালাতে উপস্থিত হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি বিনা ওযরে বিলম্বে আসে তার বর্ণনা
১০৬৫. বুখারী, মুসলিম ও ইবন মাজাহ সূত্রে বর্ণিত হয়েছে যে, জুমু'আর দিন ফিরিশতাগণ মসজিদের দরজায় অবস্থান নেন এবং যারা প্রথম আসে, তাদের নাম লেখেন, যে ব্যক্তি খুব সকালে আসে, তার উপমা হল ঐ ব্যক্তির ন্যায়, যে কুরবানীর জন্য উট পাঠায়। তারপর যে আসে, তার উদাহরণ যে একটি গরু পাঠায়। তারপর আগমনকারী একটি দুম্বা, এরপর আগমনকারী একটি মুরগী, এরপর আগমনকারী যেন একটি ডিম পাঠায়। ইমাম যখন (খুতবার জন্য) বের হন, ফিরিশতাগণ তখন তাদের (আমলনামা লেখার) কাগজ ভাঁজ করে নেন এবং মনোযোগ সহকারে খুতবা শোনেন।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
التَّرْغِيب فِي التبكير إِلَى الْجُمُعَة وَمَا جَاءَ فِيمَن يتَأَخَّر عَن التبكير من غير عذر
1065 - وَفِي رِوَايَة البُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه إِذا كَانَ يَوْم الْجُمُعَة وقفت الْمَلَائِكَة على بَاب الْمَسْجِد يَكْتُبُونَ الأول فَالْأول وَمثل المهجر كَمثل الَّذِي يهدي بَدَنَة ثمَّ كَالَّذي يهدي بقرة ثمَّ كَبْشًا ثمَّ دجَاجَة ثمَّ بَيْضَة فَإِذا خرج الإِمَام طَوَوْا صُحُفهمْ يَسْتَمِعُون الذّكر

وَرَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه بِنَحْوِ هَذِه
tahqiqতাহকীক:তাহকীক চলমান