আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৫৬
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৫৬. হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা নবী (সা) এর কাছে জিজ্ঞেস করা হলঃ জুমু'আর বৈশিষ্ট্যের কারণ কি? তিনি বললেন: এদিনে তোমার পিতা আদম (আ)-কে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই রয়েছে বিকট গর্জন, পুনরুত্থান এবং কঠোর পাকড়াও। আর শেষ তিন মুহূর্তের মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোন ব্যক্তি তখন আল্লাহ তা'আলাকে ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হয় (অর্থাৎ তার দু'আ কবুল করা হয়)।
(আহমদ আলী ইবন আবু তালহা থেকে হযরত আবূ হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি তাঁর থেকে সরাসরি শোনেন নি। তবে এ হাদীসের রাবীদের বর্ণনা সহীহ হিসেবে গ্রহণযোগ্য।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1056 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قيل للنَّبِي صلى الله عَلَيْهِ وَسلم أَي شَيْء يَوْم الْجُمُعَة
قَالَ لِأَن فِيهَا طبعت طِينَة أَبِيك آدم وفيهَا الصعقة وفيهَا الْبعْثَة وفيهَا البطشة وَفِي آخر ثَلَاث سَاعَات مِنْهَا سَاعَة من دَعَا الله فِيهَا اسْتُجِيبَ لَهُ

رَوَاهُ أَحْمد من رِوَايَة عَليّ بن أبي طَلْحَة عَن أبي هُرَيْرَة وَلم يسمع مِنْهُ وَرِجَاله مُحْتَج بهم فِي الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান