আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৫৫
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৫৫. হযরত আবদুল্লাহ ইবন সালাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমি রাসূলুল্লাহ (সা) এর সাথে কথা বলছিলাম, আর তখন তিনি বসা ছিলেন। আমরা আল্লাহর কিতাবে পেয়েছি, জুমু'আর দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি কোন মুমিন বান্দা সেটি পেয়ে যায় এবং সে সালাত আদায় করে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার চাহিদা পূরণ করবেন। আবদুল্লাহ (রা) বললেন: আমাকে রাসূলুল্লাহ ইশারায় বললেন, অথবা দিনের কোন সময়ে। আমি বললাম: আপনি সত্যিই বলেছেন بعض سَاعَة যথার্থ। আমি জিজ্ঞেস করলাম: সেটি কোন্ মুহূর্ত? তিনি বললেন: দিনের শেষ মুহূর্ত। আমি বললাম: তা কি কোন সালাতের সাথে সম্পৃক্ত নয়? তিনি বললেন: হ্যাঁ, বান্দা যখন সালাত আদায় করে এবং তারপর কেবল সালাত আদায়ের উদ্দেশ্যেই বসে থাকে (তখন দু'আ কবুল হয়।
(ইবন মাজাহ হাদীসটি বর্ণনা করেছেন। হাদীসটি সহীহ সূত্রে বর্ণিত।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1055 - وَعَن عبد الله بن سَلام رَضِي الله عَنهُ قَالَ قلت وَرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جَالس إِنَّا لنجد فِي كتاب الله تَعَالَى فِي يَوْم الْجُمُعَة سَاعَة لَا يُوَافِقهَا عبد مُؤمن يُصَلِّي يسْأَل الله بهَا شَيْئا إِلَّا قضى الله لَهُ حَاجته
قَالَ عبد الله فَأَشَارَ إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَو بعض سَاعَة فَقلت صدقت أَو بعض سَاعَة
قلت أَي سَاعَة هِيَ قَالَ آخر سَاعَات النَّهَار
قلت إِنَّهَا لَيست سَاعَة صَلَاة قَالَ بلَى إِن العَبْد إِذا صلى ثمَّ جلس لم يجلسه إِلَّا الصَّلَاة فَهُوَ فِي صَلَاة
رَوَاهُ ابْن مَاجَه وَإِسْنَاده على شَرط الصَّحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান