ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী
জীবনী
হযরত আব্দুল্লাহ ইবন সালাম রাযি. হযরত আব্দুল্লাহ ইবন সালাম রাযি. একজন বিখ্যাত সাহাবী। তিনি মদীনার ইহুদি গোত্র বনু কায়নুকা'র লোক। তাঁর প্রকৃত নাম ছিল আল-হুসায়ন। উপনাম আবূ ইয়ূসুফ। ইসলাম গ্রহণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর নাম রাখেন আব্দুল্লাহ। তাঁর পূর্বপুরুষগণ হযরত ইয়ূসুফ আলাইহিস সালামের বংশধর। তাঁর পিতা সালাম একজন ইহুদি ধর্মজাযক ছিলেন। তিনি নিজেও এ ধর্মের একজন সুপণ্ডিত ব্যক্তি ছিলেন। তাওরাত, যাবুর ও ইনজীল কিতাবে তাঁর অগাধ জ্ঞান ছিল। তিনি মদীনার খাযরাজ গোত্রের মিত্র ছিলেন। এ হিসেবে তাঁকে আনসার সাহাবীদের মধ্যে গণ্য করা হয়। তিনি কখন ইসলাম গ্রহণ করেছেন সে বিষয়ে দু'রকম মত পাওয়া যায়। এক মত অনুযায়ী নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা মুনাউওয়ারায় হিজরত করে আসার পরপরই তিনি ইসলাম গ্রহণ করেছেন। অপর মতে তিনি ইসলাম গ্রহণ করেছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দু'বছর আগে। তবে প্রথম মতই সঠিক। তাঁর ইসলামগ্রহণের ঘটনা কৌতূহলোদ্দীপক। তিনি যেহেতু পূর্বেকার আসমানী কিতাবসমূহের... বিস্তারিত পড়ুন
আরবী জীবনী
عَبْدُ اللهِ بنُ سَلاَمِ بنِ الحَارِثِ الإِسْرَائِيْلِيُّ الإِمَامُ، الحَبْرُ، المَشْهُوْدُ لَهُ بِالجَنَّةِ، أَبُو الحَارِثِ الإِسْرَائِيْلِيُّ، حَلِيْفُ الأَنْصَارِ. مِنْ خَوَاصِّ أَصْحَابِ النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ-. حَدَّثَ عَنْهُ: أَبُو هُرَيْرَةَ، وَأَنَسُ بنُ مَالِكٍ، وَعَبْدُ اللهِ بنُ مَعْقِلٍ، وَعَبْدُ اللهِ بنُ حَنْظَلَةَ بنِ الغَسِيْلِ، وَابْنَاهُ؛ يُوْسُفُ وَمُحَمَّدٌ، وَبِشْرُ بنُ شَغَافٍ، وَأَبُو سَعِيْدٍ المُقْرِئُ، وَأَبُو بُرْدَةَ بنُ أَبِي مُوْسَى، وَقَيْسُ بنُ عَبَّادٍ، وَأَبُو سَلَمَةَ بنُ عَبْدِ الرَّحْمَنِ، وَعَطَاءُ بنُ يَسَارٍ، وَزُرَارَةُ بنُ أَوْفَى، وَآخَرُوْنَ. وَكَانَ فِيْمَا بَلَغَنَا مِمَّنْ شَهِدَ فَتْحَ بَيْتِ المَقْدِسِ.نَقَلَهُ الوَاقِدِيُّ. قَالَ مُحَمَّدُ بنُ سَعْدٍ: اسْمُهُ: الحُصَيْنُ، فَغَيَّرَهُ النَّبِيُّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- بِعَبْدِ اللهِ. وَرَوَى: قَيْسُ بنُ الرَّبِيْعِ - وَهُوَ ضَعِيْفٌ - عَنْ عَاصِمٍ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: أَسْلَمَ عَبْدُ اللهِ بنُ سَلاَمٍ قَبْلَ وَفَاةِ رَسُوْلِ اللهِ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- بِعَامَيْنِ. فَهَذَا قَوْلٌ شَاذٌّ مَرْدُوْدٌ بِمَا فِي (الصَّحِيْحِ) : مِنْ أَنَّهُ أَسْلَمَ وَقْتَ هِجْرَةِ النَّبِيِّ -صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ- وَقُدُوْمِهِ. قَالَ ابْنُ سَعْدٍ: هُوَ مِنْ وَلَدِ يُوْسُفَ بنِ يَعْقُوْبَ - عَلَيْهِمَا السَّلاَمُ - وَهُوَ حَلِيْفُ القَوَاقِلَةِ. قَالَ: وَلَهُ إِسْلاَمٌ قَدِيْمٌ... বিস্তারিত পড়ুন
নোট
মোট বর্ণনার সংখ্যাঃ ৭৯ আবাসস্থলঃ মদীনা মৃত্যুস্থানঃ ঐ