আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৫৭
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৫৭. হযরত আবু সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। নবী (সা) বলেছেন: সূর্যাস্তের পূর্বে মানুষ যখন (বেশির ভাগ) গাফিল থাকে, জুমু'আর দিনের সেই শেষ প্রান্তে দু'আ কবুল করা হয়।
(হাদীসটি ইস্পাহানী বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1057 - وَرُوِيَ عَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ السَّاعَة الَّتِي يُسْتَجَاب فِيهَا الدُّعَاء يَوْم الْجُمُعَة آخر سَاعَة من يَوْم الْجُمُعَة قبل غرُوب الشَّمْس أغفل مَا يكون النَّاس
رَوَاهُ الْأَصْبَهَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান