আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৪৩
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৪৩. হযরত আবু লুবাবা ইবন আবদুর মুনযির (র) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সা) বলেছেন: জুমু'আর দিন দিনসমূহের নেতা এবং সকল দিন অপেক্ষা আল্লাহর নিকট অধিক সম্মানিত। কুরবানীর দিন ও ঈদুল ফিতরের দিন অপেক্ষাও তা আল্লাহর নিকট অধিক সম্মানিত দিন। তাতে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তা হল : ১. এদিনে আল্লাহ তা'আলা আদম (আ)-কে সৃষ্টি করেছেন, ২. এদিনেই আল্লাহ তা'আলা আদম (আ)-কে পৃথিবীতে অবতরণ করান, ৩. ঐ দিনেই আল্লাহ তা'আলা তাঁর মৃত্যু সংঘটিত করান, ৪. সেদিন এমন একটি মুহূর্তে রয়েছে, যদি কোন বান্দা সে মুহূর্তে হারাম ব্যতীত কিছু প্রার্থনা করে, নিশ্চয়ই তিনি তাকে তা দান করেন এবং ৫. ঐ দিনই কিয়ামত সংঘটিত হবে। সম্মানিত ফিরিশতা, আসমান-যমীন, বায়ু, পাহাড়-পর্বত ও সমুদ্র প্রত্যেকেই জুমাবার সম্পর্কে ভীত-সন্ত্রস্ত।
(ইমাম আহমদ ও ইবন মাজাহ উভয়ে একই শব্দযোগে হাদীসটি বর্ণনা করেন। তবে তাঁদের সনদে আবদুল্লাহ ইবন মুহাম্মাদ ইবন আকীল রয়েছেন। আহমদ ও অপরাপর হাদীস বিশেষজ্ঞগণ তাঁর বর্ণনা দলীল হিসেবে গ্রহণ করেছেন। আহমদ ও বাযযার আবদুল্লাহ সূত্রে হযরত সা'দ ইবন উবাদা (রা) থেকে হাদীসটি বর্ণনা করেন। হাদীসের অন্যান্য বর্ণনা সূত্র বিশ্বস্ত ও প্রসিদ্ধ।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1043 - وَعَن أبي لبَابَة بن عبد الْمُنْذر رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن يَوْم الْجُمُعَة سيد الْأَيَّام وَأَعْظَمهَا عِنْد الله وَهُوَ أعظم عِنْد الله من يَوْم الْأَضْحَى وَيَوْم الْفطر وَفِيه خمس خلال خلق الله فِيهِ آدم وأهبط الله فِيهِ آدم إِلَى الأَرْض وَفِيه توفى الله آدم وَفِيه سَاعَة لَا يسْأَل الله فِيهَا العَبْد شَيْئا إِلَّا أعطَاهُ إِيَّاه مَا لم يسْأَل حَرَامًا وَفِيه تقوم السَّاعَة مَا من ملك مقرب وَلَا سَمَاء وَلَا أَرض وَلَا ريَاح وَلَا جبال وَلَا بَحر إِلَّا وَهن يشفقن من يَوْم الْجُمُعَة

رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه بِلَفْظ وَاحِد وَفِي إسنادهما عبد الله بن مُحَمَّد بن عقيل وَهُوَ مِمَّن احْتج بِهِ أَحْمد وَغَيره وَرَوَاهُ أَحْمد أَيْضا وَالْبَزَّار من طَرِيق عبد الله أَيْضا من حَدِيث سعد بن عبَادَة
وَبَقِيَّة رُوَاته ثِقَات مَشْهُورُونَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান