আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ

হাদীস নং: ১০৪২
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৪২. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: জিবরাঈল (আ) জুমু’আকে অনিন্দ্য সুন্দরী কাল তিলক বিশিষ্ট রমণীবেশে রাসূলুল্লাহ (সা) এর নিকট পেশ করেন। নবী (সা) জিজ্ঞেস করেন: হে জিবরাঈল এটি কি? উত্তরে জিবরাঈল (আ) বলেনঃ এতো (পবিত্র) জুমুআ, আপনার প্রতিপালক এটিকে আপনার এবং আপনার উম্মাতের কাছে ঈদ স্বরূপ পেশ করেছেন। যার মধ্যে রয়েছে প্রভূত কল্যাণ। এই কল্যাণ লাভে আপনিই প্রথম। ইয়াহুদী-নাসারারা হবে আপনার পরে। জুমুআর দিনে এমন একটি মুহূর্ত (গোপন) রয়েছে, ঐ মুহূর্তে কোন মুমিন বান্দা যে কোন কল্যাণ, যা তার জন্য নির্ধারিত আছে, যদি সে সেই মুহূর্তে তা চায়, তবে তাকে তা দান করা হবে। অথবা যদি সে কোন অকল্যাণ থেকে পানাহ চায়, তাকে তার থেকে বড় অকল্যাণ থেকে তাকে রক্ষা করা হবে। আর আমরা জুমু'আর দিনে আল্লাহর কাছে পরকালের অশেষ কল্যাণ কামনা করি। হাদীসের শেষ পর্যন্ত।
(তাবারানী তাঁর 'আওসাত' গ্রন্থে উত্তম সনদে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1042 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ قَالَ عرضت الْجُمُعَة على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جَاءَهُ بهَا جِبْرِيل عَلَيْهِ السَّلَام فِي كَفه كالمرآة الْبَيْضَاء فِي وَسطهَا كالنكتة السَّوْدَاء فَقَالَ مَا هَذَا يَا جِبْرِيل قَالَ هَذِه الْجُمُعَة يعرضهَا عَلَيْك رَبك لتَكون لَك عيدا ولقومك من بعْدك وَلكم فِيهَا خير تكون أَنْت الأول وَتَكون الْيَهُود وَالنَّصَارَى من بعْدك وفيهَا سَاعَة لَا يَدْعُو أحد ربه فِيهَا بِخَير هُوَ لَهُ قسم إِلَّا أعطَاهُ أَو يتَعَوَّذ من شَرّ إِلَّا دفع عَنهُ مَا هُوَ أعظم مِنْهُ
وَنحن نَدْعُوهُ فِي الْآخِرَة يَوْم الْمَزِيد
الحَدِيث

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط بِإِسْنَاد جيد
tahqiqতাহকীক:তাহকীক চলমান