আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৪১
অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৪১. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবন আস (রা) থেকে নবী (সা) সূত্রে বর্ণিত। তিনি বলেছেনঃ যে ব্যক্তি (কাপড়-চোপড়) ধুয়ে গোসল করবে, ইমামের কাছাকাছি বসবে, সকাল সকাল প্রস্তুতি নেবে এবং ইমামের কাছে বসে মনোযোগ সহকারে (খুতবা) শুনবে, তাকে প্রতি পদচারণার বিনিময়ে এক বছর সিয়াম ও কিয়াম পালনের সওয়াব দেওয়া হবে।
(আহমদ হাদীসটি বর্ণনা করেন। তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(আহমদ হাদীসটি বর্ণনা করেন। তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة:
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1041 - وَعَن عبد الله بن عَمْرو بن الْعَاصِ رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من غسل واغتسل ودنا وابتكر واقترب واستمع كَانَ لَهُ بِكُل خطْوَة يخطوها قيام سنة وصيامها
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح
رَوَاهُ أَحْمد وَرِجَاله رجال الصَّحِيح