আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৭. অধ্যায়ঃ জুম‘আর নামাজ
হাদীস নং: ১০৪৪
 অধ্যায়ঃ জুম‘আর নামাজ
জুমু'আ অধ্যায়ঃ
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
জুমুআর সালাত (আদায়) ও তার জন্যে দৌড়ে যাওয়ার প্রতি অনুপ্রেরণা এবং জুমুআর দিন রাত ও জুমু’আর সময়ের ফযীলত
১০৪৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: উদিত সূর্যের প্রভাদীপ্ত দিনসমূহের মধ্যে সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে জুমুআর দিন। আল্লাহর তা'আলা এ দিনে আদম (আ)-কে সৃষ্টি করেছেন, এদিনে তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, আর এ দিনেই তাঁকে বের করা হয়েছিল সেখানে থেকে। 
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে বর্ণনা করেছেনঃ জুমু'আর দিন অপেক্ষা কোন উত্তম দিন নেই, যে দিনে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। আল্লাহ আমাদের এর কল্যাণের পথ দেখিয়েছেন এবং অন্যান্যারা তা হারিয়ে ফেলেছে। কাজেই যে লোক আমাদের অনুসরণ করবে, সে আমাদের দলভুক্ত হবে। ইয়াহুদীদের জন্য শনিবার, আর নাসারাদের জন্য রবিবার। আর তার (জুমু'আর) মধ্যে এমন একটি মুহূর্তে আছে, যাতে সালাত আদায় করে মুমিন যা প্রার্থনা করবে, তাকে তাই দেওয়া হবে। তারপর তিনি অবশিষ্ট হাদীস উল্লেখ করেন।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী ও নাসাঈ হাদীসটি বর্ণনা করেছেন। ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে নিজ শব্দযোগে বর্ণনা করেছেনঃ জুমু'আর দিন অপেক্ষা কোন উত্তম দিন নেই, যে দিনে সূর্য উদিত হয় এবং অস্ত যায়। আল্লাহ আমাদের এর কল্যাণের পথ দেখিয়েছেন এবং অন্যান্যারা তা হারিয়ে ফেলেছে। কাজেই যে লোক আমাদের অনুসরণ করবে, সে আমাদের দলভুক্ত হবে। ইয়াহুদীদের জন্য শনিবার, আর নাসারাদের জন্য রবিবার। আর তার (জুমু'আর) মধ্যে এমন একটি মুহূর্তে আছে, যাতে সালাত আদায় করে মুমিন যা প্রার্থনা করবে, তাকে তাই দেওয়া হবে। তারপর তিনি অবশিষ্ট হাদীস উল্লেখ করেন।)
كتاب الْجُمُعَة
كتاب الْجُمُعَة: 
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
التَّرْغِيب فِي صَلَاة الْجُمُعَة وَالسَّعْي إِلَيْهَا وَمَا جَاءَ فِي فضل
يَوْمهَا وساعتها
1044 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم خير يَوْم طلعت عَلَيْهِ الشَّمْس يَوْم الْجُمُعَة فِيهِ خلق الله آدم وَفِيه أَدخل الْجنَّة وَفِيه أخرج مِنْهَا
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَ مَا طلعت الشَّمْس وَلَا غربت على يَوْم خير من يَوْم الْجُمُعَة هدَانَا الله لَهُ وضل النَّاس عَنهُ فَالنَّاس لنا فِيهِ تبع فَهُوَ لنا وَالْيَهُود يَوْم السبت وَالنَّصَارَى يَوْم الْأَحَد إِن فِيهِ لساعة لَا يُوَافِقهَا مُؤمن يُصَلِّي يسْأَل الله شَيْئا إِلَّا أعطَاهُ
فَذكر الحَدِيث
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة فِي صَحِيحه وَلَفظه قَالَ مَا طلعت الشَّمْس وَلَا غربت على يَوْم خير من يَوْم الْجُمُعَة هدَانَا الله لَهُ وضل النَّاس عَنهُ فَالنَّاس لنا فِيهِ تبع فَهُوَ لنا وَالْيَهُود يَوْم السبت وَالنَّصَارَى يَوْم الْأَحَد إِن فِيهِ لساعة لَا يُوَافِقهَا مُؤمن يُصَلِّي يسْأَل الله شَيْئا إِلَّا أعطَاهُ
فَذكر الحَدِيث