আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ১০২২
অধ্যায়ঃ নফল
সালাতুত্-তাওবা আদায়ের অনুপ্রেরণা
১০২২. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার ভোরবেলা রাসূলুল্লাহ (সা) হযরত বিলাল (রা)-কে ডেকে বললেনঃ হে বিলাল! কি সে তোমাকে জান্নাতে অগ্রগামী করেছে? (কেননা) আমি জান্নাতে প্রবেশ করে আমার সামনে তোমার হাঁটার শব্দ শুনতে পেয়েছি। তিনি বললেন: ইয়া রাসূলাল্লাহ! যখনই আমি গুনাহ করি, তখনই দুই রাক'আত সালাত আদায় করে নিই। যখনই আমার উযূ ভঙ্গ হয়, তখনই আমি উযূ করে নিই এবং দুই রাকাআত সালাত আদায় করি।
(ইবন খুযায়মা তাঁর 'সহীহ' গ্রন্থে হাদীসটি বর্ণনা করেন। অন্য বর্ণনায় ما أذنبت قط এর স্থলে ما أذنبت এসেছে। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة التَّوْبَة
1022 - وَعَن عبد الله بن بُرَيْدَة رَضِي الله عَنهُ عَن أَبِيه قَالَ أصبح رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَوْمًا فَدَعَا بِلَالًا فَقَالَ يَا بِلَال بِمَ سبقتني إِلَى الْجنَّة إِنِّي دخلت الْجنَّة البارحة فَسمِعت خشخشتك أَمَامِي فَقَالَ يَا رَسُول الله مَا أذنبت قطّ إِلَّا صليت رَكْعَتَيْنِ وَمَا أصابني حدث قطّ إِلَّا تَوَضَّأت عِنْدهَا وَصليت رَكْعَتَيْنِ

رَوَاهُ ابْن خُزَيْمَة فِي صَحِيحه
وَفِي رِوَايَة مَا أذنبت وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: