আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৬. অধ্যায়ঃ নফল

হাদীস নং: ১০২১
অধ্যায়ঃ নফল
সালাতুত্-তাওবা আদায়ের অনুপ্রেরণা
১০২১. হযরত হাসান বসরী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: যখন বান্দা কোন গুনাহ করে, এরপর (অনুশোচনা আসায়) উত্তমরূপে উযূ করে নেয়, তারপর সে খোলা মাঠের উদ্দেশ্যে বের হয়ে দুই রাকআত সালাত আদায় করে এবং আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন।
(বায়হাকী মুরসাল সনদে এ হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة التَّوْبَة
1021 - وَعَن الْحسن يَعْنِي الْبَصْرِيّ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا أذْنب عبد ذَنبا ثمَّ تَوَضَّأ فَأحْسن الْوضُوء ثمَّ خرج إِلَى برَاز من الأَرْض فصلى فِيهِ رَكْعَتَيْنِ واستغفر الله من ذَلِك الذَّنب إِلَّا غفره الله لَهُ

رَوَاهُ الْبَيْهَقِيّ مُرْسلا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: