আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
৬. অধ্যায়ঃ নফল
হাদীস নং: ১০১৯
অধ্যায়ঃ নফল
সালাতুত্ তাসবীহর প্রতি অনুপ্রেরণা
১০১৯. হযরত আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত। একদা উন্মু সুলায়ম (রা) সকালবেলা রাসূলুল্লাহ (সা) এর কাছে গিয়ে বললেনঃ আমি সালাতে বলব, আপনি আমাকে এমন কতিপয় বাক্য শিক্ষা দিন। তিনি বললেনঃ তুমি দশবার আল্লাহু আকবার, দশবার সুবহানাল্লাহ, দশবার আলহামদু লিল্লাহ পাঠ করবে। তারপর তুমি যা ইচ্ছা তা চাইতে পার। তিনি বললেনঃ জ্বি হ্যাঁ, জ্বি হ্যাঁ।
(আহমদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেনঃ এ হাদীসটি হাসান-গরীব। নাসাঈ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও হাদীসটি বর্ণনা করেন। হাকিম বলেন: মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ।)
(আহমদ ও তিরমিযী হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম তিরমিযী বলেনঃ এ হাদীসটি হাসান-গরীব। নাসাঈ এবং ইবন খুযায়মা ও ইবন হিব্বান উভয়ে তাঁদের 'সহীহ' গ্রন্থে এবং হাকিমও হাদীসটি বর্ণনা করেন। হাকিম বলেন: মুসলিমের শর্তানুযায়ী এ হাদীসটি সহীহ।)
كتاب النَّوَافِل
التَّرْغِيب فِي صَلَاة التَّسْبِيح
1019 - وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن أم سليم غَدَتْ على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت عَلمنِي كَلِمَات أقولهن فِي صَلَاتي فَقَالَ كبري الله عشرا وسبحيه عشرا واحمديه عشرا ثمَّ سَلِي مَا شِئْت يَقُول نعم نعم
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب وَالنَّسَائِيّ وَابْن خُزَيْمَة وَابْن حبَان فِي صَحِيحَيْهِمَا وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرط مُسلم